তালা রিপোটার্স ক্লাবের জরুরি সভায় একাধিক সিদ্ধান্ত গ্রহন
সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন- তালা রিপোটার্স ক্লাবের জরুরি সভা শনিবার বিকালে রিপোটার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রিপোটার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান এর পরিচালনায় সভায় ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক মো. নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, প্রচার সম্পাদক অর্জুন বিশ্বাস, সিনিয়র সদস্য এম. এ ফয়সাল, সেলিম হায়দার, কাজী আরিফুল হক ভুলু ও খলিলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুম’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অন্যদিকে ৫ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবে নির্বাচনে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ নির্বাচিত সকল কর্মকর্তা এবং সদস্যদের অভিনন্দন জানানো হয়। এছাড়া ক্লাবের উন্নয়নে একাধিক সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ বার বার নির্বাচিত হওয়ায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, আইন শৃংখলা সমুন্নত রাখায় তালা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম রেজা এবং সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মো. সগীর মিয়াকে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া, রিপোটার্স ক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তিকরন, নি®কৃয় সাংবাদিকদের অব্যহতি প্রদান পূর্বক ক্লাবের সদস্যদের হালনাগাদ তালিকা প্রকাশ, আবারও নিয়মিত মাসিক সভা করার সিদ্ধান্ত হয়।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস