 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক : তিনি অনাড়ম্বর। যে কোনো দু:সময়ে জনগণের পাশে দাঁড়ান তিনি। এবারও ব্যত্যয় ঘটেনি। ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিজ এলাকার মানুষকে বাঁচাতে সাতক্ষীরা ৪ আসনের এই সংসদ সদস্য এস এম জগলুল হায়দার লুঙ্গি পরেই আজ শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে বাঁধ মেরামত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাত হানার বিষয়ে জনগণকে আগাম সতর্ক করতে আজ ভোর থেকে নির্বাচনী এলাকার দুর্গম, প্রত্যন্ত, উপকূলীয় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ গুলো পরিদর্শন করি এবং বিভিন্ন গ্রামে গ্রামে যাই।’
এসময় জগলুল তার এলাকার জনগণের উদ্দেশে বলেন, ঘুর্ণিঝড় থেকে রক্ষার জন্য প্রতিবন্ধী-শিশু-গর্ভবতী মহিলাদের জরুরি আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে।