সাতক্ষীরা: ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে প্রবল বাতাস ও পানির চাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীর বেড়িবাঁধ ভে'ঙে গেছে, আর এতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম । বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মাসুদ মোড় সংলগ্ন এলাকায় ৩০ হাত বাঁধ ভে'ঙে যায়।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, ৩০ হাত বাঁধ ভে'ঙে প্র'বল বে'গে লোকালয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে একটি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের ১৫টি গ্রামই প্লাবিত হয়ে যাবে। এখনও প্রচ'ণ্ড ঝড় হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, বাঁধটি ভে'ঙে গেছে বলে শুনেছি। গ্রামে পানি প্রবেশ করছে। আমরা ঝড় থামার পর বাঁধটি সংস্কারের প্রস্তুতি নিব। দাতিনাখালী এলাকায় ছাড়া অন্য কোথাও বাঁধ ভে'ঙেছে এমন খবর এখনও পাইনি।
এদিকে উপকূলীয় শ্যামনগর উপজেলার বন্যাতলা বেড়িবাঁধ, পদ্মপুকুর, জেলেখালী বেড়িবাঁধ, গাবুরা, দাতিনাখালী বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী প্রবল বাতাস ও পানির চাপে ভে'ঙে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।