সাতক্ষীরা: ঘূর্ণিঝড় আম্পানের আঘা'তে ক্ষ'ত-বিক্ষ'ত সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধগুলো। বাঁধের ভে'ঙে যাওয়া অংশ দিয়ে নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এ কারণে ঈদ উপেক্ষা করে শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষ স্বেচ্ছা শ্রমে সোমবার (২৫ মে) সকাল থেকে বাঁধ নির্মাণে অংশ নেন।
গাবুরার বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘দেশজুড়ে সবাই যখন ঈদের আনন্দে মত্ত, উপকূলের মানুষ তখন নিজের বাস্তুভিটা রক্ষায় ব্যস্ত। তাদের কারও ঈদের আনন্দ নেই, মুখে হাসি নেই। কারণ, দুই ঘণ্টা পর আবারও জোয়ারের পানিতে পূর্ণ হবে লোকালয়। তার আগেই যদি বাঁধে কিছুক্ষণ কাজ করা যায়, তাহলে হয়তো বিপ'দ থেকে মুক্ত হওয়া যাবে। জোয়ার আসার আগে যদি বাঁধটা একটু উঁচু করা যায়, সেজন্য সবাই হাত লাগিয়েছেন।’
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আগে তো বাঁচতে হবে। ইউনিয়নের অনেক এলাকায় পানি থই থই করছে। জোয়ার হলে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। সেটা ঠে'কাতে বাঁধ দেওয়া জরুরি। জোয়ার আসলে কাজ করা ক'ঠিন হয়ে যায়। সেজন্য এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছা শ্রমে কাজ করে যাচ্ছি।’