বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ০৭:০০:২৬

পরিবারের সবাই খুন হলেও যেভাবে প্রাণে বেঁচে যায় ৬ মাসের শিশু মারিয়া!

পরিবারের সবাই খুন হলেও যেভাবে প্রাণে বেঁচে যায় ৬ মাসের শিশু মারিয়া!

সাতক্ষীরা থেকে : মা, বাবা, ভাই, বোন সবাইকে খুন করলেও শিশু মারিয়াকে খু'ন না করার কারণ বর্ণনা দিয়েছে নিহ'তের ভাই খুনি রাহানুর রহমান। খাওয়ার খোটা দেওয়ায় পরি'কল্পিতভাবে রাহানুর তার বড় ভাই, ভাবি, ভাইপো ও ভাতিজিকে কু'পিয়ে ও জ'বাই করে হ'ত্যা করে।

সাতক্ষীরার কলারোয়ায় বড় ভাই শাহিনুরসহ পরিবারের ৪ সদস্যকে চা'পাতি দিয়ে একাই হ'ত্যা করে সে। হ'ত্যাকা'ণ্ডে ব্যবহৃত চা'পা'তি ও তোয়ালে উদ্ধার করা হয়েছে। রাহানুরের আঙ্গুলের ছাপ ও উ'দ্ধা'রকৃত আলামতের ছাপ মিলে যাওয়ায় তাকে এ হ'ত্যাকা'ণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে চি'হ্নি'ত করা হয়েছে।

রাহানুরের বরাত দিয়ে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, রাহানুর বেকার ছিল। ঘ'টনার দিন সন্ধ্যায় খাওয়ার খো'টা দিয়ে তাকে ব্যা'পক গালম'ন্দ করে ভাবী সাবিনা খাতুন। তখনই সে ভাবীকে হ'ত্যার পরিক'ল্পনা করে। রাতে টিভি দেখার সময় বিদ্যুৎ বিল বেশি হবে বলে তাকে ব'কা দেয় বড় ভাই শাহিনুর। এ সময় সে ক্ষু'ব্ধ হয়ে তাকেও হ'ত্যার পরিক'ল্পনা করে। পরে সে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভাই ও ভাবীকে খাওয়ায়। 

রাতে দরজা না দিয়ে বাইরের কলাপসিবল গেট লাগিয়ে শাহিনুরসহ পরিবারের সবাই ঘুমাতে যায়। রাতের শেষ ভাগে রাহানুর গাছ বেয়ে চিলে কোটা দিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে ঘুমন্ত ভাই ও ভাবীকে চা'পাতি দিয়ে গ'লা কে'টে হ'ত্যা করে। এ সময় ভাইপো সিয়াম ও ভাতিজি তাসনিম জেগে গেলে তাদেরকেও হ'ত্যা করে। পরে সে চাপাতি পুকুরে ফেলে গোসল করে ঘুমাতে যায়। তবে '৬ মাস বয়সী শিশু মারিয়া এ ঘ'টনা কাউকে জানাতে পারবে না’ বলে তাকে হ'ত্যা করেনি বলে জানায় সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে