নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে মুহুর্তে পানির নিচে তলিয়ে গেল গ্রামের পর গ্রাম। এতে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি ভেসে গেছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে যায়। শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।
তিনি জানান, বিকালে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ বাঁধার কাজ শুরু করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকার কাজের টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।