তালার কলাগাছি বিশ্বাসের চক এলাকায় রাতের আঁধারে মহিষ চুরি করে এনে মাংস নিয়ে নিয়ে চামড়া রেখে গেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের এ ঘটনায় মহিষ মালিক দরিদ্র ফারুক বিশ্বাস হতভম্ব হয়ে পড়েছে। ঘটনার পর থকে গোটা এলাকায় গরু মহিষ চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আশাশুনির দাদপুর গ্রামের মৃত মহাতাব বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী তালা উপজেলার বিশ্বাসের চক বিলে আট বিঘা জলাকার আয়তনের একটি মাছের ঘের করে সেখানে মাছ চাষের পাশাপাশি মহিষ পালন করে আসছেন। বর্তমানে সেখানে তার ছয়টি মহিষ আছে। প্রতিটি মহিষের দাম গড়ে দেড় লক্ষাধিক টাকা।
ফরুক বিশ্বাস জানান, মহিষগুলো সারাদিন খালে ও বিলে ঘাঁস খাওয়ার পর বুধবার রাতে বিলের মধ্যে আইলে একত্রে রাখা হয়। সেখান থেকে লক্ষাধিক টাকা মূল্যের একটি মহিষ রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে মহিষটি চারিদিকে খোঁজার একপর্যায়ে বিধান চন্দ্র-এর ঘেরের মধ্যে মহিষের চামড়া ও ভুড়ি পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী ফারুক বিশ্বাস বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মহিষটি চুরি করে মাংস নিয়ে চামড়া ও ভুড়ি ফেলে গেছে। এ সময় সেখানে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা চামড়া তোমার, মাংস আমার।
এর পর থেকে তালার দুর্গম বিশ্বাসের চক বিলের ছোট ঘের মালিক এবং গরু ও মহিষ মালিকদের মধ্যে চুরির আতঙ্ক কাজ করছে। এ ঘটনায় মহিষ পালক ফারুক বিশ্বাস তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।