শনিবার, ২৯ মে, ২০২১, ০১:১১:৫১

নামাজ আদায় কোমর পানিতে দাঁড়িয়ে

নামাজ আদায় কোমর পানিতে দাঁড়িয়ে

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বসে সাতক্ষীরা উপকূলের শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটার ২২ পয়েন্টে উপকূল রক্ষা বাঁধ ভেঙে ও পানি উপচে পড়ে ৪ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। দুর্দশায় মানুষ।

গতকাল শুক্রবার (২৮ মে) আশাশুনির প্রতাপনগরের বিভিন্ন মসজিদে কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। চারিদিকে শুধুই কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর লবণাক্ত বিষাক্ত লোনাপানির স্রোতধারা। প্রতিটি মানুষের ঘর দুয়ারে পানি আর পানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে