সাতক্ষীরা থেকে : পর্ন ভিডিও রাখার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় রেজওয়ান টেলিকম নামে একটি দোকানের মালিককে জরিমানা করে দোকানে থাকা পার্সোনাল কম্পিউটারটি (পিসি) পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
কম্পিউটার পোড়ানোর পাশাপাশি দোকান খোলা রাখার কারণে ওই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল রবিবার (এ ঘটনা ঘটে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ''পর্নোগ্রাফি থাকার কারণে কম্পিউটার পিসিটি ২৯২ ধারা অনুযায়ী জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।''
দোকানের মালিক রেজওয়ান বলেন, ''বিকেল ৪টার দিকে আমার বাড়িতে বৈদ্যুতিক সমস্যার কারণে দোকানে সরঞ্জাম নিতে আসি। তখন খোলা দেখে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান দোকানে আসেন। তিনি আমাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এরপর আমার একমাত্র আয়ের উৎস দোকানে থাকা কম্পিউটারটি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দিয়েছেন।''