শেষ পর্যন্ত ভাটার টানে ভেঙ্গেই গেল সেই বায়তুন নাজাত জামে মসজিদটি। আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে মসজিদটি খালপটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সেই হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদটি ভাটায় ভেঙে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে মসজিদটি খালপটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে।
উপকূলীয় রিং বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে অবস্থিত এই মসজিদটি আগেই ঝুঁকিপূর্ণ ছিল।
এদিকে প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আজান ও নামাজ আদায় করে ব্যাপক আলোচনায় আসেন মসজিদের ইমাম ও খতিব হাফজ মঈনুর রহমান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসে মসজিদটি।