২০২২ সালের প্রথম দিন সাতক্ষীরার তালায় ৫টি মসজিদে একযোগে চুরি হয়েছে। এসময় মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি, সোলারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাঁচটি মসজিদে এসব চুরির ঘটনা ঘটে।
খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের ইকবাল হোসেন জানান, চোররা তাদের এলাকায় উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, বায়েজিদ পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পার্শ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রিল কেটে দানবাক্সের টাকা, ব্যাটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন সংবাদে এলাকাবাসী হতবাক।