এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কেয়া খাতুন (২৪) নামে এক প্রসূতি। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের নাম নির্ধারণ করে পরিবার।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দেন কেয়া বেগম। শিশুদের বাবা জাকির হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় ফেরিওয়ালা।
জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেলে আমার স্ত্রী কেয়া খাতুনের সিজার করানো হয়। এ সময় একসঙ্গে তিনটি সন্তান প্রসাব করে সে। জন্ম নেওয়া দুটি মেয়ে ও একটি ছেলে সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইনচার্জ শঙ্কর প্রসাদ বিশ্বাস বলেন, নবজাতকেরা ও প্রসূতি সুস্থ আছেন। বাচ্চা তিনটির ওজনও ঠিক আছে।