শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০৮:১৫

মোটরসাইকেল দুর্ঘটনায় এক কোরআনে হাফেজ নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় এক কোরআনে হাফেজ নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরা সদরের গোপীনাথপুর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুবায়ের হোসেন (১৬) নামের এক হাফেজ নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত জুবায়ের হোসেন সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মুন্না হোসেনের ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

আহতরা হলেন- খুলনা নর্দান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমএসসি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম। সে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। অপর আহত ব্যক্তির নাম রাহাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সদরের ঋশিল্পীর সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুবায়ের নিহত হন। এ সময় ঘটনাস্থলে আরও দুজন গুরুতর আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: হিসাম আল কবির জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। আহতদের একজনের নাকের হাড় ভেঙে গেছে, তার অবস্থাও গুরুতর। তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনায় ভেঙে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালে রয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে। নিহত ব্যক্তি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে