সাতক্ষীরা : ক্যান্সার আক্রান্ত আলতাফ হোসেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। অ্যাম্বুল্যান্সে করে তাঁর মরদেহ নেওয়া হচ্ছিল গ্রামের বাড়িতে। সঙ্গে ছিলেন স্ত্রীসহ স্বজনরা। হঠাৎ প্রসববেদনা শুরু হয় তাঁর স্ত্রী রহিমা খাতুনের।
অ্যাম্বুল্যান্সেই তিনি কন্যাসন্তান প্রসব করেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৩৫) উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আলতাফ হোসেন সপ্তাহ তিনেক আগে ইটভাটায় কাজ নিয়ে ঢাকার সাভারে যান।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান দাউদ গাজী বলেন, বুধবার সকালে আলতাফ হোসেনের মরদেহ অ্যাম্বুল্যান্সে গ্রামের বাড়ি উপজেলার প্রতাপনগর নেওয়া হচ্ছিল।
পথে বুধহাটা এলাকায় পৌঁছলে আলতাফ হোসেনের স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। অ্যাম্বুল্যান্সেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ্ রয়েছে।