শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩৮:২০

ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার বিকেলের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস ও তার দুই বছর বয়সী মেয়ে অরনি বিশ্বাস, একই উপজেলার বিল পাবলা গ্রামের অপি ঢালীর স্ত্রী নিপা ঢালী এবং অপি ঢালীর মা অমরী ঢালী। তাদের মধ্যে বিশ্বজিৎ ইজিবাইকটির চালক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সাতক্ষীরা অভিমুখী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী একটি ইজিবাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় বাকিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরও তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হলে চিকিৎসক শিশু অরনিকে মৃত ঘোষণা করেন।

হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর এক ঘণ্টার মতো খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার ও গাড়িগুলো সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে