 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রামনগর বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের এশার আলী কাগুজীর ছেলে। সে শিমুল রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান ঢালী জানান, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পার্শ্ববর্তী বিলে ছাগল আনতে যায়। পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।