শুক্রবার, ০৯ মে, ২০২৫, ১১:১২:৩৩

বিশাল এক কচ্ছপ ধরা পড়ল ইছামতি নদীতে

বিশাল এক কচ্ছপ ধরা পড়ল ইছামতি নদীতে

এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদীতে জেলের পেতে রাখা জালে ধরা পড়ল বিশাল আকৃতির এক কচ্ছপ। বসন্তপুর স্লুইচ গেটের পাশ থেকে এ কচ্ছপটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরার দেবহাটা গ্রামের শামছুর রহমানের ছেলে জেলে বাবু ইছামতি নদীতে জাল ফেলে রাখেন। শুক্রবার সকালে তার জালটি বসন্তপুর স্লুইচ গেটের পাশে ফেলে রাখা হয়। পরে দুপুরের দিকে গিয়ে দেখে তার জালে এই বিশাল আকৃতির কচ্ছপটি আটকে রয়েছে। 

পরে স্থানীয়দের সাহায্যে ইছামতি নদীর স্লুইচ গেটের পাশ থেকে বাবুর ফেলা রাখা জালে জড়িয়ে থাকা কচ্ছপটিকে উপরে উঠানো হয়। স্থানীয়রা এ কচ্ছপটি দেখে ‘কাটা কচ্ছপ’ বলে জানিয়েছেন। কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ কেজি। 

শুক্রবার বিকেলে বাবু কচ্ছপটিকে বিক্রির জন্য পুরুলিয়া হাটে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে কচ্ছপটি মারা যাওয়ার কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি বিক্রয় করা সম্ভব হয়নি। যার কারণে বাবু কচ্ছপটিকে বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে