শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৩:২৫

শিক্ষার্থীকে মারধরের ভিডিও করায় ৩ স্কুলছাত্র বহিষ্কার

 শিক্ষার্থীকে মারধরের ভিডিও করায় ৩ স্কুলছাত্র বহিষ্কার

সিরাজগঞ্জ : ক্লাসে শিক্ষার্থীকে মারধর করার ভিডিও ফেসবুকে প্রচারের অভিযোগে ৩ স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে।  এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়।

উপজেলার একটি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিন ছাত্র মিলে একই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রকে মারধর করে মুঠোফোনের ক্যামেরায় তা ধারণ করে। পরে সেই ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার খবর জেনে আহত শিক্ষার্থীর বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। স্কুল পরিচালনা পর্ষদ দুই দফা বৈঠক করে অভিযুক্ত তিন ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ছোট ছোট ছেলেদের হাতে এভাবে বড় ক্লাসের ছাত্রকে নির্যাতন ও হেনস্তা করার ঘটনা দুঃখজনক।

স্কুল সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন ছাত্র স্কুলে 'ত্রিরত্ন' নামে খ্যাত।  এর আগেও তাদের বিরুদ্ধে কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে।  শাসন করলেও তাতে কাজ হয়নি।

তিন ছাত্রের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির প্রধান শিক্ষক।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বলেছেন, ওই তিন ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার কথা ভাবা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ওই তিন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে