সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলের এক ছাত্রকে পেটানোর অভিযোগে দুই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে নিজের কার্যালয়ে এক বিচারিক শুনানি শেষে স্কুল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান।
ওই দুই শিক্ষক হলেন- শহীদ মডেল স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক কাইয়ুম হাসান ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল ইসলাম। বিচারিক আলোচনায় শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রঞ্জু ও অভিযুক্ত ওই দু’শিক্ষক ছাড়াও ভিকটিম ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সামি বিল্লাহ’র বাবা ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী বাকী বিল্লাহ সহ বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
বিচারিক আলোচনায় অভিযুক্ত শিক্ষকরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারের চেষ্টা করেন। তবে সামির বাবা আবারও অভিযোগ তুলে ধরেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রঞ্জুও শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার বিষয়টা আংশিক স্বীকার করলেন। এসব শুনে বিচারক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রঞ্জুকে ভবিষ্যতের জন্য বিশেষভাবে সতর্ক করলেন। সেই সঙ্গে অভিযুক্ত ওই দু’শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান বলেন, ‘যদি কোনও শিক্ষার্থী বিদ্যালয়ে এসে পাঠ গ্রহণে অমনযোগী হয় বা শ্রেণিকক্ষে দুষ্টামী করে তাহলে তাদের ভালোভাবে বুঝাতে হবে। বর্তমান সরকারের শিক্ষানীতি অনুযায়ী কোনো শিক্ষার্থীকেই শারীরিকভাবে পোটানো বা মানসিকভাবে নির্যাতনের কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য পড়া মুখস্ত না হওয়ায় এবং শ্রেণিকক্ষে অমনযোগী ও দুষ্টামী করায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সামিকে সোমবার পেটানোর অভিযোগ তুলে তার বাবা। শহীদ মডেল স্কুলের শিক্ষক কামরুল ও কাইয়ুমের বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদের পেটানোর অভিযোগও ওঠে। সামির বাবা মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বুধবার প্রতিবেদন প্রকাশিত হয়।
০৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম