সিরাজগঞ্জ : ১১ দিন ধরে নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছে সিরাজগঞ্জের মেয়ে লিমা খাতুন। ফেসবুক ব্যবহার করে তাকে খুঁজে বের করতে সহায়তা করেছেন স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস। লিমাকে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত তার পরিবার।
লিমার সঙ্গে মামুন (বামে) ও তার স্বজন লিমার পরিবারের সূত্রে জানা গেছে, তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে। তার বাবা তাঁত শ্রমিক লিটন হোসেন। দরিদ্র লিটন তার ১৩ বছরের মেয়ে লিমাকে ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে পাঠান। নতুন স্থানে লিমাকে নিজেকে মানিয়ে নিতে পারেনি। ২৪ নভেম্বর বিকালে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
লিমার হারিয়ে যাওয়ার খবর তার বাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস সোমবার তার ফেসবুক প্রোফাইল ও ‘আমাদের সিরাজগঞ্জ’ ফেসবুক গ্রুপে এ খবর পোস্ট করেন। মহাখালীর তারেক রহমান ফেসবুক থেকে ওই খবর জানার পর লিমাকে রাস্তায় দেখতে পান। তিনি ওই দিনই লিমাকে সিরাজগঞ্জের একটি বাসে তুলে দেন। পরে স্থানীয়দের সহায়তার লিমা পরিবারের কাছে ফিরে আসে।
লিমার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গার ঘোরাঘুরি করেছি। কাউকেই চিনতে পারিনি। বাড়িতে আসার চেষ্টা করেও পারিনি। খুব কান্না করছিলাম। মহাখালীতে তারেক রহমান আমাকে দেখতে পেয়ে সিরাজগঞ্জের একটি বাসে তুলে দেন।’
ফেসবুকার মামুন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘সোমবার বিকেলের দিকে ফেসবুকে পোস্ট দিলে দ্রুত শেয়ার হতে থাকে। তারেক রহমান ওই পোস্ট থেকে লিমার নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। তিনি লিমাকে দেখতে পেলে সোমবার রাতেই তাকে সিরাজগঞ্জের গাড়িতে তুলে দেন। মঙ্গলবার সকালে লিমা বাড়ি পৌঁছায়।’
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম