নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নামের তালিকা জমা দিয়েছে। একইভাবে ১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তারা অংশ নেবে। কারণ রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। নাহলে ভবিষৎতে বিএনপিকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না।
শুক্রবার বিকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতে দেশের মানুষ নৌকাতেই ভোট দেবেন। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সবক্ষেত্রেই বাংলাদেশ এখন উন্নয়নের মডেল।
জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহধর্মিণী লায়লা আরজুমান, স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন প্রমুখ।
উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মনোয়ারা খাতুন মিনি, আবদুল খালেক পিয়াসসহ সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়া জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতারা।
০৪ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম