সিরাজগঞ্জ: সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ১০ বছরের সময় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘উন্নয়নই যদি চান, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি জঙ্গি দমন করেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন।’
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটখোলা মাঠে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত তিন রাজনৈতিককর্মী আবু হেনা মোস্তফা কামাল কাজল, ফেরদৌস আলী তালুকদার মাস্টার ও মোখলেসুর রহমান ফিলিমের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘খেলার মাঠ থেকে আপনি পালিয়ে যাবেন। আপনার সামনে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনও উপায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে সেই নির্বাচনে আসতেই হবে। পানি ছাড়া যেমন মাছ বাচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচতে পারে না।
তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আপনার আর কোনও বিকল্প পথ খোলা নেই। আর সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনের কোনও সুযোগ নেই। আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করবো না। নিবন্ধিত সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নেবে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল কাজলের ছেলে মঞ্জুর মোরশেদ স্বজল, প্রয়াত নেতা ফেরদৌস আলী তালুকদার মাস্টারের ছেলে ফরিদ উদ্দিন, রায়গঞ্জ পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম.এ মোহী, কেন্দ্রীয় মহিলা নেত্রী ড.জান্নাত আরা তালুকদার, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল লতিফ তারিন, চেম্বার নেতা আবু ইউসুফ সুর্য্য প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুর উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস