সিরাজগঞ্জ থেকে : আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে এক ফার্মেসির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
তিনি বলেছেন, ‘ঈদের পর আন্দোলনে যাবে বলে হুমকি দিচ্ছে বিএনপি। এভাবে হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনমানুষের দল; এ দল কারও হুমকি-ধমকিতে ভয় পায় না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পর বিএনপি যদি আন্দোলনেও যায়, তবে সে আন্দোলন সফল হবে না। দেশের মানুষ বিএনপির অতীতের আন্দোলন দেখেছে। তাদের জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন কেউ সমর্থন করে না।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বিএনপির বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। শুধু বিএনপি নয়; অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোরই তা করা উচিত।’
অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনও পথ নেই। সহায়ক সরকার নয়; সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।’
মডেল ফার্মেসি উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব ফার্মেসিতে কিছু ওষুধ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ বিক্রি হবে না। নকল, ভেজাল ওষুধও বিক্রি হবে না। এসব ফার্মেসি হবে সরকারের বিশুদ্ধ ওষুধ বিক্রির মডেল প্রতিষ্ঠান।’
এসময় মন্ত্রীর সঙ্গে ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. রুহুল আমীন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়ণ মোহন্ত উপস্থিত ছিলেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস