সিরাজগঞ্জ থেকে : নববধূর বিয়ের সাজ-সজ্জা, মেহেদীতে রাঙানো হাত আর আলতা মাখানো পায়ে বিয়ের রাতেই লাশ হয়ে ফিরলেন নববধূ। বিয়ের তিন ঘণ্টা পর নববধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়।
বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবীর গ্রামে এ ঘটনা ঘটে। নববধূর নাম আঁখি খাতুন (২০)। নিহত আঁখি খাতুন একই গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ও সিরাজগঞ্জ সদর এলাকার রানীগ্রামের আবু বক্করের মেয়ে।
জানা গেছে, গত বুধবার সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রামের আবু বক্করের মেয়ে আঁখি খাতুনের সাথে রায়গঞ্জের কালিয়াবীর গ্রামের রওশন আলীর ছেলে আব্দুল মমিন বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে রাতে নববধূ শ্বশুর বাড়িতে পা রাখেন। তিন ঘন্টা পর মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নববধূ আঁখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এমনটিই দাবি করছে বরপক্ষ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম জানান, নিহতের পরিবার থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। লাশ বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস