সিরাজগঞ্জ থেকে : এক কথিত জিনের বাদশাকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ সময় নয়নের কাছ থেকে লালসালু কাপড়ে বাঁধা একটি পিতলের মূর্তি উদ্ধার করে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই কথিত জিনের বাদশার নাম নয়ন সরদার (২৫)। আটক নয়ন গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে। তার শ্বশুর বাড়ি উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া গ্রামে। ঘটনার দিন শ্বশুর বাড়িতেই ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন সরদার বেশ কিছুদিন ধরে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বোয়ালিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেনের স্ত্রীর কাছে ফোন দিয়ে ব্যবহৃত সকল সোনার গহনা খুলে লালসালু কাপড়ে বেঁধে তাদের বাড়ির পাশের জঙ্গলে রেখে সেখানে নামাজ আদায় করতে বলেন। নামাজ শেষে ওই সোনার গহনার পরিবর্তে দ্বিগুণ পরিমাণ ওজনের একটি সোনার মূর্তি প্রাপ্তির লোভ দেখান। এভাবে লোভ দেখিয়ে বেশ কয়েকবার ফোন দেন নয়ন।
রুবেলের স্ত্রী বিষয়টি পরিবারে জানালে সবাই জিনের বাদশাকে ধরার পরিকল্পনা করে। অবশেষে জিনের বাদশার দেয়া তারিখ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে রুবেলের স্ত্রী পূর্ব কথা মতো কিছু ইমিটেশনের গহনা লালসালু কাপড়ে বেঁধে বাড়ির পাশে একটি গাছের নিচে রেখে নামাজ আদায় করেন।
এমন সময় কথিত জিনের বাদশা নয়ন সরদার ঘটনাস্থলে এসে ইমিটেশনের ওই পুটলি হাতে তুলে নেয়ার পর চারপাশের লোকজন তাকে আটক করে এবং গণপিটুনি দিয়ে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি উল্লাপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লাপাড়া থানা পুলিশের সেকেন্ড অফিসার সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমটিনিউজ/এসএস