স্পোর্টস ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রভাকর বিদ্যানিকেতনে (তামাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন) আজ সোমবার জেলার ৮টি উপজেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৮০১ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণির ৩৩৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আর এই মেধাবীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ক্রিকেটার আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন আজ থেকে ১৭ বছর পূর্বে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আয়োজনের সূচনা হয়েছিল, প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর সুপ্ত মেধাকে বিকশিত করে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা।
সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ্, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রভাকর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-মাহমুদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাসানী নানাবিধ মেধাভিত্তিক খেলার অনুষ্ঠান 'মেধায় মাতি' পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আর্কষণ। পর্বটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি ছাত্র ছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস