সিরাজগঞ্জ থেকে : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলামের স্ত্রীর সাথে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকালে স্কুল ব্যবস্থা কমিটি জরুরি সভা ডেকে প্রধান শিক্ষক আব্দুল মজিদকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এ ঘটনায় মেয়র নজরুল তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এদিকে ঘটনার পর থেকেই শিক্ষক আব্দুল মজিদ আত্মগোপনে রয়েছেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী শওকাত ওসমানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবেকরা জানান, প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে ছাত্রী, অভিভাবিকা ও শিক্ষিকা এমনকি প্রতিষ্ঠানের আয়ার সাথেও তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। কিন্তু অর্থের বিনিময়ে সে এগুলো ধামাচাপা দিয়েছে।
এমন অবস্থায় ৯ অক্টোবর আব্দুল মজিদের সাথে উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলামের স্ত্রীর সাথে প্রায় ২৫ মিনিটের তিনটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
এ নিয়ে উল্লাপাড়া ব্যাপক চাঞ্চল্য ও স্কুলের শিক্ষক-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে স্কুলের পরিচালনা পর্ষদ আজ জরুরি সভা আহবান করে সকলের সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি ন্যাক্কারজনক। ঘটনাটি জানার পরই স্ত্রীকে ডিভোর্স (তালাক) দিয়েছি।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়লেও কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এমটিনিউজ/এসবি