বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৫:৪৬:১৮

শিক্ষার্থীকে বোরকা পরতে নিষেধ করায় বিপাকে প্রধান শিক্ষক

শিক্ষার্থীকে বোরকা পরতে নিষেধ করায় বিপাকে প্রধান শিক্ষক

সিরাজগঞ্জ থেকে: বোরকা পরতে নিষধ করায় বরখাস্ত করা হল প্রধান শিক্ষককে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই শিক্ষকের নাম খগেন্দ্রনাথ মাহাতো।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈঠকে ঐ শিক্ষককে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নির্বাহি কর্মকর্তা ও ঐ বিদ্যালয়ের সভাপ্রতি এস এম ফেরদৌস ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের সাভাপ্রতি এস এম ফেরদৌস ইসলাম বলেন, প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতো বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেন। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এই নিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার বিকেলে নিমগাছি বাজার এলাকায় বিক্ষোভ মিশিল করে অভিভাবক ও স্থানীয়রা। পরে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওই বৈঠকে স্থানীয় এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মো. সরাফত ইসলাম, তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, রায়গঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির উপস্থিত ছিলেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে