সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে ফিটকিরি, চিনি ও পানি দিয়ে তৈরি ভেজাল মধুর বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে জরিমানা ও ভেজাল মধু নষ্ট করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়কুড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি ভেজাল মধু নষ্ট করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল মধু তৈরি করায় ইব্রাহিম (২৫) নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বড়কুড়া গ্রামে বেশ কিছু বাড়িতে ভেজাল মধু তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু ধ্বংস ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।