সিরাজগঞ্জ থেকে : পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৬ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পানি বৃদ্ধির তথ্য জানিয়ে বলেন, আগামী ২-৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, এনায়েতপুরের ব্রাহ্মণগাতী, আড়কান্দি, হাটপাচিল এবং কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া, বাঐখোলা পাটাগ্রামসহ বেশ কয়েকটি গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার বেশকিছু বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। অনেকে বাড়িঘর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে বাঁধের পাশে আশ্রয় নিচ্ছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলি জমিগুলো ডুবে যাচ্ছে। অপরদিকে, জেলা প্রশাসন বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।