সিরাজগঞ্জ থেকে : এবার দু'র্ঘ'ট'নার ক'ব'লে রংপুর এক্সপ্রেস। এতে চালকসহ অর্ধশত যাত্রী আ'হ'ত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটির ইঞ্জিনসহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
৩ টি বগিতে আ'গুন লেগে পু'ড়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় আ'হ'ত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন দু'র্ঘ'টনাটি ঘটেছে বলে জানা গেছে। দু'র্ঘ'টনায় প'তি'ত হয়ে রেল লাইনের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। দুর্ঘটনার পরপর দাউ দাউ করে কয়েকটি বগিতে আ'গু'ন জ্ব'লে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আ'গু'ন নেভানোসহ উদ্ধার কাজে অংশ নেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, উল্লাপাড়া স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে এ দু'র্ঘ'টনা ঘটেছে। কয়েকজন আ'হ'ত হয়েছেন। আ'হ'ত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্য তিনটি বগি ধা'ক্কা দেয়। এতে ইঞ্জিনে আ'গু'ন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উ'দ্ধা'রকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে সহযোগিতা করেন স্থানীয় জনগণ। দু'র্ঘ'টনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।