আন্তর্জাতিক ডেস্ক : দেশের সংখ্যাল'ঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান, পাহাড়িদের সাথে সম্প্রীতি বাজায় রাখতে মুসলমানদের দায়িত্ব বেশি, যেহেতু তারা সংখ্যায় বেশি। দেশের স্থি'তিশিলতার জন্য সকলে মিলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাটা খুবই জরুরি। কারণ সম্প্র'দায়িক গ'ণ্ডগো'ল লাগলে কেউ রক্ষা পায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাজি আব্দুল মজিদ পাকলিক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তি উৎসবে প্রধান অতিথি অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা তিনি বলেন। তিনি বলেন, অতীতে হাজার হাজার, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর যেন এই দু'র্দ'শার সৃষ্টি না হয়।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে একটি আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে চাচ্ছেন। আমাদেরকে এ জন্য তাকে সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানকে লালন করতে হবে। শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ, পানির সম'স্যা থেকে উত্তোরণ হচ্ছে। আগের বাংলাদেশ নয়, আমরা একটি শিক্ষিত বাংলাদেশ চাই।
বিশেষ অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরো'ধীদলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমাদের এখানে গুণগত শিক্ষার অ'ভাব রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের চ'রম সং'কট। অথচ সন্তানের গুণগত শিক্ষা নি'শ্চিত না করতে পারলে অ'ন্ধকার দূর করা সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোর কোন সং'কট নেই। আমাদের শিক্ষার মানের সং'কট রয়েছে, রয়েছে শিক্ষক সং'কটও। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ করা প্রয়োজন। না হয় বড় বড় ভবনগুলো কোনো কাজেই আসবে না।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত উৎসবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মো: আব্দুল মজিদের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তৃতা দেন খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: জিল্লুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, বিশম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস প্রমুখ।