সিলেট : ২৩ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)’র ৬৯৭তম ওরস। ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন থাকবে দেড় হাজারেরও বেশি পুলিশ সদস্য।
হযরত শাহজালাল (রহ.) মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান গণমাধ্যমকে জানান, প্রতিবছর আরবী জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখে হযরত শাহজালাল (রহ)'র ওরস অনুষ্ঠিত হয়।
এ ধারাবাহিকতায় এবারো পালিত হবে ওরস। সোমবার দিবাগত রাত থেকে শুরু হবে ওরসের জন্য পশু জবাই। মূল ওরস শুরু হবে মঙ্গলবার সকাল থেকে।
সোমবার সকাল ৯টার পর হযরত শাহজালাল (রহ.)’র এর মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
এ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ। বুধবার সকালে শিরনি বিতরণের মধ্যদিয়ে শেষ হবে ওরসের কার্যক্রম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ জানান, ওরসের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওরসের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।
তিনি জানান, ওরস উপলক্ষে মঙ্গলবার ও পরদিন বুধবার কয়েকটি রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব রাস্তা হচ্ছে, আম্বরখানা চৌহাট্টা, দর্শন দেউড়ি, ঝর্ণারপাড়, মীরের ময়দান ঝর্ণারপাড়, আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম থেকে দর্শন দেউড়ি এবং দর্শন দেউড়ি পেট্রোল পাম্প থেকে রাজারগলি মাজার গেইট পর্যন্ত রাস্তা।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম