মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৩:২০:৫৬

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ আহত, আটক ১০

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ আহত, আটক ১০

সিলেট : সিলেট নগরীর আম্বরখানায় পুলিশের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে ১০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, হযরত শাহজালাল (র.) এর ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা পয়েন্টে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে চান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক মাসুদ কামাল সুফি। এ সময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।

রহমত উল্লাহ জানান, এর কিছু সময় পর ৩৫-৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী আম্বরখানা পয়েন্টে এসে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত ৬ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ কামাল সুফিসহ ১০ জনকে আটক করে।

এদিকে, পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার রাতে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদি হয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত ১০ জনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে