রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ০৯:০০:০৩

যাদের লাশই নিতে চায় না বাবা-মা, তারা আবার হুর-পরী পাবে কীভাবে : শিক্ষামন্ত্রী

যাদের লাশই নিতে চায় না বাবা-মা, তারা আবার হুর-পরী পাবে কীভাবে : শিক্ষামন্ত্রী

সিলেট : জঙ্গি সন্তানদের লাশই নিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের বাবা-মা, ওই সন্তানরা আবার হুর-পরী পাবে কীভাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, সন্তানের জন্য মা-বাবার ভালোবাসা থেকে আর কিছুই বড় হতে পারে না।  সেই বাবা-মা জঙ্গি হওয়ার কারণে সন্তানের লাশ নিচ্ছেন না। আল্লাহ তাদের বেহেশতে হুর-পরী দেবেন- এতো সহজ নাকি? এসব বিভ্রান্তির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।’

রোববার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে জঙ্গিবাদ প্রশ্রয় না পায়।
কেবল জ্ঞান অর্জন করলেই হবে না- ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।  মানুষ মেরে কোনোদিন বেহেশতে যাওয়া যায় না।  আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন।  মানুষ হত্যা করলে জাহান্নামে যেতে হবে, বেহেশতে নয়।

তিনি বলেন, কারো সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে।  তখন হায়-হুতাশ করা ছাড়া উপায় থাকবে না।  এজন্য বাবা-মাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে