বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৪:৪৫

সন্ধ্যার মধ্যে শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

সন্ধ্যার মধ্যে শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ নিয়েছে কর্তৃপক্ষ। আর ছাত্রীদের আগামীকাল শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে বৃহস্পতিবার সকালে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয়া হয়। এ বিষয়ে শাহপরান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক শাহেদুল হোসাইন জানান, সার্বিক দিক বিবেচনা করে রেজিস্ট্রার দফতরের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। তবে একাডেমিক জরুরি কাজকর্ম থাকলে অনুমতি এবং ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা চলছে, তারা প্রভোস্টের সঙ্গে দেখা করে বিশেষ অনুমতি নিয়ে থাকতে পারবেন বলে জানিয়েছেন দ্বিতীয় ছাত্র হল প্রভোস্ট অধ্যাপক এস এম হাসান জাকিরুল হোসেন।

উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানালো।
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে