সিলেট : সিলেটের কাজলশাহ মসজিদে শুক্রবারের জুমার নামাজ শুরুর আগে পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে ঢোল বাজিয়ে পূজা-অর্চনা করছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
ঢোলের বাজনায় নামাজে ব্যাঘাত ঘটবে বলে মুসল্লিরা মন্দিরে এসে অভিযোগ জানান। কিন্তু মন্দিরের লোকজন বিষয়টি আমলে না নিয়ে তারা ঢোল বাজনা অব্যাহত রাখেন।
পরে নামাজ শেষে একদল মুসল্লি মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মন্দির থেকেও পাল্টা ইট-পাটকেল ছোড়া হয়। এতে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় মন্দিরের ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম