সিলেট : সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে সিলেট। একইসঙ্গে দেশের সব মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে বিক্ষোভ-সমাবেশও অনুষ্ঠিক হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ‘মাদানী কাফেলা বাংলাদেশ’র ব্যানারে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা।
নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কোর্টপয়েন্টে পথসভায় মিলিত হন তারা।
‘মাদানী কাফেলা সিলেট’ মহানগর শাখার সভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে ও ‘জাগরণ সাংস্কৃতিক দল’র পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাদানী কাফেলার উপদেষ্টা মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলার আহ্বায়ক হাফিজ মাসউদ আজহার, ব্যবসায়ী আমিন আহমদ রাজি, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন, জামেয়া দারুল উলুমের শিক্ষক হাফিজ আব্দুল হাই, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, আরিফ রব্বানী, মাওলানা আতিকুর রহমান, দেলওয়ার হোসাইন ইমরান প্রমুখ।
বক্তারা অবলিম্বে ইমাম মাওলানা আব্দুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত ইমামের ফেসবুক আইডি থেকে প্রচারিত পোস্টের জের ধরে খুন হন কি-না বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।
মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেটের তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না।
উল্লেখ্য, গতকাল সিলেটের ওসমানীনগরে মসজিদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রহমান নামে এক ইমামের লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় তার হাত-পা বাঁধা ছিল। আব্দুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম ছিলেন।
তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির ছেলে।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম