বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৬:২৮

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিলেট : সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সড়ক দুর্ঘটনার পর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, বুধবার দুপুরে দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয়রা ওই বাস ভাঙচুর করে অগ্নিসংগযোগ করে।

এর প্রতিবাদে, ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে সংগঠনের জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হন।
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে