সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৬:৫২

খেলার জন্য ৭ দিন বন্ধ ডাক্তারপাড়া, রোগীদের চরম ভুগান্তি

খেলার জন্য ৭ দিন বন্ধ ডাক্তারপাড়া, রোগীদের চরম ভুগান্তি

রাহিব ফয়সাল, সিলেট প্রতিনিধি :  বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল)-এর একটি পর্ব ২৩ সেপ্টেম্বর শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে। সিলেটে এ আসরের খেলাগুলো চলাকালীন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের ‘ডাক্তারপাড়া খ্যাত’ গুরুত্বপূর্ণ স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকবে সাত দিন।

এ ৭ দিন সিলেটের রোগীরা কোথায় যাবেন ডাক্তার দেখাতে? এতে চরম ভোগান্তিতে পড়বেন অসুস্থ্য সাধারণ এবং মুমূর্ষু রোগীরা- এমন মতামতই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বিপিএল-এর খেলা উপলক্ষ্যে ডাক্তারপাড়া হিসেবে খ্যাত সিলেটের স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকবে আজ শুক্রবার। শনিবার কোনো খেলা না থাকায় মাত্র একদিন মার্কেট খোলা থাকলেও উদ্বোধনের জন্য ২৩ সেপ্টেম্বর, খেলার জন্য ২৫, ২৬, ২৭, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর এই সাত দিন বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। এতে অনেকটা ক্ষোভের সঞ্চার হয়েছে জনমনে।

সূত্র মতে, সিলেট স্টেডিয়াম মার্কেটে ২ শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চেম্বার করেন। গড়ে প্রতিদিন এ মার্কেটে প্রায় ২ হাজার রোগী এখানে আসেন ডাক্তার দেখানোর জন্য। এছাড়াও রয়েছে এ মার্কেটে প্রায় ৫০টির মতো ডায়াগনেষ্টিক সেন্টার ও ল্যাব। এগুলোতে টেস্ট করাতে রোগীদের ভীড় থাকে প্রতিনিয়ত।

কিন্তু এ ৭ দিন রোগীরা পড়বেন মারাত্মক ভোগান্তিতে। অসহায় রোগীদের কথা চিন্তা করে অন্ততো অর্ধেক দিন মার্কেট খোলা রাখলে ভালো হতো- এমনও মন্তব্য অনেকের।

এ বিষয়ে স্টেডিয়াম মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রাজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকায়ও তো এসব লীগ হয়। সেখানে তো মার্কেট বন্ধ রাখা হয় না। তাহলে সিলেটে বন্ধ কেনো? যদি এ মার্কেটটি ডাক্তারদের না হয়ে অন্য কিছুর হতো তবে কোনো কথা ছিলো না। এখানে ডাক্তার দেখানোর জন্য হাজার হাজার রোগী আসেন। তারা এখন কি করবেন? এসব রোগীর কথা চিন্তা করেও তো সারাদিন বন্ধ না রেখে দুপুর পর্যন্ত খোলা রাখা যেত।
বিষয়টি নিয়ে কথা বলতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক মাহি উদ্দীন আহমদ সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে