সিলেট : বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, সোমবার বেলা একটার দিকে আরিফুল হককে হাপাতালে ভর্তি করা হয়।
আরিফুল হক উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়বেটিকসের রোগী। গত রাতে তার অবস্থার অবনতি হলে পরে আজ দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে আরিফুল হক চৌধুরীর চিকিৎসা চলছে।
শাহাবুদ্দিন খান বলেন, ওনার হার্টে আগে থেকেই দুটি বাল্ব লাগানো আছে। রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ কারণেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
২০১৩ সালের জুনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরী।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম