শনিবার, ০১ অক্টোবর, ২০১৬, ০৭:৩৪:৪১

এরশাদকে রেখে চলে গেলেন রওশন!

এরশাদকে রেখে চলে গেলেন রওশন!

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে একই বিমানে সিলেট সফরে এসেছিলেন তার স্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।

শনিবার বেলা পৌনে ১টায় তারা সিলেট পৌঁছেন। তবে বিকেলে এরশাদকে রেখেই সিলেট ছেড়েছেন রওশন।
তবে এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে উপস্থিত হন রওশন এরশাদ।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে সব উন্নয়ন জাতীয় পার্টির সরকারের আমলে হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের জন্য কাজ করেছে জাতীয় পার্টির সরকার। কিন্তু অন্য সরকারগুলো দেশের উন্নয়নে কাজ করেনি। এতে প্রমাণ হয় জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো সরকার দেশের উন্নয়ন চায় না।

বক্তব্য শেষেই তিনি মঞ্চ ছেড়ে ওসমানী বিমানবন্দরে যাত্রা করেন। সেখান থেকে বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেন রওশন এরশাদ। তার সঙ্গে সাংসদ সালাউদ্দিন মুক্তি, দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, ব্যক্তিগত সহকারী মামুনুর রশীদ ছিলেন।-রাইজিংবিডি
০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে