রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের দুই পুত্র হন্তারক পিতা ছাতির আলীকে (৩৬) একমাত্র আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ওসমানী নগর থানায় মামলাটি দায়ের করেন শিশুদের মা নুরবিন বেগম।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল আটটার দিকে চিন্তামনি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল।
মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দুই শিশু সন্তান মামুন (৭) ও রুজেলকে (১১) সুপারী গাছে তৈরি সুচালো লাঠি দিয়ে পেঠানোর পর খুঁচিয়ে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত সোমবার দুপুরে শিশুদের পিতা ছাতির আলী যন্ত্রপাতিসহ তার দুই পুত্র মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বরে হন।
অনেক খোঁজাখুঁজির পর পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় রাত সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পাশ্ববর্তী ডোবায় লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের গাঁয়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক ছিলেন।
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস