রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : ‘বিএনপি কোন শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘বিএনপির শক্তি বাংলাদেশের জনগণ। তাই জিয়াউর রহমান জনগণকেই সকল ক্ষমতার উৎস বলে মনে করতেন।’
শনিবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মরণে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মঈন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে ড. মঈন খান আরো বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার জন্য জিয়া রাজনীতি করেননি। তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। তার মধ্যে যে দেশপ্রেম ছিল, তা অনুকরণীয়। আওয়ামীলীগ যদি জিয়ার রাজনৈতিক দর্শন অনুসরণ করতো তবে দেশের অবস্থা আজ এমন হতো না। জিয়ার রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি। সততা ও সরলতা ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। যে কারণে সাধারণ মানুষ তাকে রাখাল রাজা হিসেবেই জানে।’
বিএনপি নিয়ে ক্ষমতাসীন দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি শক্তি ব্যারাকে রেখে আওয়ামী লীগ রাস্তায় নামলে বুঝা যাবে রাজপথে আওয়ামী লীগ না বিএনপির শক্তি বেশি।’
ড. মঈন জিয়াউর রহমানের অর্থনৈতিক উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এক সময় তলাবিহীন ঝুড়ি ছিল। জিয়াই তার ক্ষমতাকালে তলাবিহীন ঝুড়িকে উদ্ধৃত্তের ঝুড়িতে পরিণত করেছিলেন। জিয়া সাড়ে তিন বছরে যে উন্নয়ন ও পরিবর্তন করেছিলেন, তা পরবর্তীতে অন্য কোন সরকার করতে পারেনি।’
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা থাকলেও দলীয় কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেস বলেই আজকে আওয়ামী লীগসহ অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। জিয়াই শিখিয়েছিলেন সমৃদ্ধ অর্থনীতির মাধ্যমে একটি দেশ কিভাবে এগিয়ে চলতে হয়।’
বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন একটি কারাগার। দেশে এখন গণতন্ত্র অবরুদ্ধ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথর হয়ে বসা ক্ষমতাসীন সরকারকে সরাতে হবে।’
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মিলতি পেশাজীবি পরিষদ-সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান। ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস