সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ১২:১৯:৪৩

সিলেটে দিনে ছিনতাইকৃত ৭০লাখ টাকা রাতেই উদ্ধার করেছে পুলিশ

সিলেটে দিনে ছিনতাইকৃত ৭০লাখ টাকা রাতেই উদ্ধার করেছে পুলিশ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে রবিবার দুপুরে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানির ছিনতাই হওয়া ৭০ লাখ ৭০ হাজার টাকা সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে আনুর হক ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের চাঁনপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদ।

রবিবার সন্ধ্যায় শহরতলীর বালুচর আল ইসলাহ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উলাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ছিনতাই হওয়া ৭০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

এর আগে রবিবার দুপুর পৌণে ১টার দিকে উত্তর কাজীটুলার কাহের মিয়ার গলিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ইউনিলিভারের সিলেট ডিস্ট্রিবিউটার ইমতিয়াজ রহমান তারেক জানান, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন।

তারা উত্তর কাজীটুলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪ টি মোটর সাইকেল ও ১ টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে।
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে