মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৬:১৩

সিলেটে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু

সিলেটে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু

সিলেট থেকে : সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আরও দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এ ঘটনায়।
 
জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরমহাল গ্রামের আব্দুর রহিম (৬৫), তার ছেলে লোকমান মিয়া (২০) ও সুলেমান মিয়া (২৬) এবং তাদের পার্শ্ববর্তী ঘরের মনি (৭) ও রহিম (১০) পটকা মাছ খেয়ে মারা যান।
 
নিহতদের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন আনিসুলের ছেলে জয়নাল মিয়া। এসময় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর একে একে হাসপাতালে ভর্তি হন আব্দুর রহিম, তার ছেলে লোকমান মিয়া, সুলেমান মিয়া ও তাদের পার্শ্ববর্তী ঘরের মনি ও রহিম এবং তাদের মা হোসনা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে মারা যান পাঁচজন।

এর আগেও ২০১৪ আগস্ট মাসে পটকা মাছ খেয়ে রাজধানী ঢাকার কদমতলী থানার ধোলাইপাড়ের এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছিল।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে