শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৯:১১:২৬

ইজতেমা ময়দানে একসাথে ৭ জনের জানাজা

ইজতেমা ময়দানে একসাথে ৭ জনের জানাজা

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর ইজতেমা ময়দানে একসাথে ৭ জনের জানাজা পড়া হয়েছে। আজ শুক্রবার বাদ জুমআ এ ৭ জনের জানাজা সম্পন্ন হয়।

শুক্রবার দিবাগত রাতে সিলেটের ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মাহমুদ আলী ইজতেমা ময়দানেই মারা যান। এছাড়া ইজতেমা ময়দানের আশপাশ এলাকায় শুক্রবার আরো ছয়জনের মৃত্যু হয়।

এ ৭ জনের লাশ ইজতেমা ময়দানে নিয়ে আসা হয়। পরে জুমআর নামাজ শেষে একসাথে তাদের জানাজা পড়া হয়।

এর আগে শুক্রবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়। একপর্যায়ে ইজতেমা ময়দান ছাড়িয়ে যায় জনশ্রুতে। ময়দানে ওয়াজ-নসিহতের পর একসাথে জুমআর নামাজ আদায় করেন লাখো মুসলিম জনতা। এসময় মুসল্লিদের ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল গোটা এলাকা। লাখো জনতা ক্রন্দনে নত মস্তকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতীত জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ইজতেমা ময়দানে নামাজ শেষে দোয়া করেন মুসল্লিরা।

এদিকে জুম’আর নামাজকে ঘিরে ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, কঠোর নিরাপত্তায় সিলেটে ইজতেমা ময়দানে জুমআর নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
৩০ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে