রাহিব ফয়সাল, সিলেট প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানের মত সিলেটেও ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেটে বড় কোন হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভুমিকম্প আতঙ্কে তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে ৫জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা হলেন- শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ইফতেখার আহমদ রবিন (২২), সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র বিবিএ ৩য় বর্ষের ছাত্রী সোনিয়া মুন্নি (২৩), বন্দরবাজার এলাকার হোটেল শ্রমিক সাব্বির আহমদ (১৫) ও আরিফ আহমদ (১৩), আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান মারুফ (১৭)।
জানা যায়- শাবি ছাত্র রবিন ভূমিকম্পের সময় ক্লাসে ছিলেন। হঠাৎ ভুমিকম্প টের পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে গাছে ধরত চান তিনি। এসময় মাটিতে পড়ে আহত হন তিনি। রবিন বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বন্দরবাজার এলাকার হোটেল শ্রমিক সাব্বির ও আরিফ ভূমিকম্পের সময় কাজে ছিল। ভূমিকম্প টের পেয়ে নীচে নামার সময় পড়ে গিয়ে তারা আহত হয়। তারা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।
০৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস