শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০১৭, ০৭:০২:০০

'দুঃস্থ শীতার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসতে হবে'

'দুঃস্থ শীতার্তদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসতে হবে'

সিলেট  প্রতিনিধি: 'আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি বা সংগঠন যদি এভাবে গরীব, দু:স্থ, অসহায় ও ছিন্নমুলদের পাশে এগিয়ে আসা যায় তবে তাদের দু:খ দুর্দশা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। একবার নিজেকে এই অসহায় জনগোষ্ঠির স্থানে চিন্তা করলে অনুধাবন করা তারা কি কষ্ঠ যাতনা ভোগ করে দিনের পর দিন, রাতের পর রাত কাটায়। তাই বিত্তবানদের প্রতি এ ধরনের সামাজিক ও জনহিতকর মহতী কার্যক্রমে এগিয়ে আসতে হবে।'

বৃহস্পতিবার রাতে সিলেটের তোপখানাস্থ ক্বীন ব্রীজ সংলগ্ন সার্কিট হাউস গেইটের সামনে বৃহত্তর  সিলেটের আইনী সামাজিক সংগঠন “গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন” এর উদ্যোগে গরীব, দু:স্থ , অসহায় ও ছিন্নমুলদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. কামাল আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সাধারন সম্পাদক মোছা. কুলসুমা নূর চৌধুরী লিপি ও সহ-দপ্তর সম্পাদক মেহেরুন্নেছা মিলার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জিন্দাবাজারস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মো. এহছানুল হক তাহের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাব সভাপতি আফরোজ খান, ছিন্নমুল শিশু উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ কাদির চৌধুরী ফারহান ও সানি ইমিগ্রেশন সার্ভিসেস’র সিইও মোহাম্মদ আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন- মো. ইউসুফ আহমদ, অনলাইন পোর্টাল নববার্তা সিলেটের ব্যুরো চীফ উদয় জুয়েল, সিলেট বাংলা নিউজের রিপোর্টার মো. জুনেল আহমদ (আরিফ) ও ইমন দাস।

এছাড়া উপস্থিত ছিলেন মো. আশিকুজ্জামান,  মো. হেলাল আহমদ,  জয়ন্ত কর,  ফজল মাহমুদ, অমর চন্দ্র দত্ত,  অলক কান্তি সরকার, একেএম কামরুজ্জামান মাসুম, টিংকু রঞ্জন চৌধুরী, নির্বাহী সদস্য- মোরশেদ খান, আছিয়া বেগম, আয়েশা আক্তার ফাহমিদা, মো. রফিক মিয়া, মনোয়ার হোসেন রুপক, সঞ্জিত ভট্রাচার্য, অংকুর দাস, ইকবাল হোসেন কামালী, এটিএম রফিকুল আরেফিন চৌধুরী, ওলিউর রহমান, আয়েশা আক্তার, একলিমা বেগম, প্রদীপ্ত ভট্রাচার্য প্রমূখ।
০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে