রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : সিলেটে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১ ৭এর উদ্ভোধন করেন গনপ্রজাতন্ত্রী সরকারের অতিরিক্ত সচিব বাংলাদেশ মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্টান (স্প্রারসো) মুহাম্মদ দিলোয়ার বখত।
প্রধান অতিথির বক্তব্যে দিলোয়ার বখত বলেন, এই মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে সিলেটের অনলাইন প্রেসক্লাব। এই অনলাইন প্রেসক্লাবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের বাস্তব উদাহরণ। দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের সর্বত্র ডিজিটালের ছোয়া লেগেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন-এটুআই ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন-এটুআই ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার (১৭ জানুয়ারি) এই মেলার উদ্বোধন হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পোগ্রামোর মধুসুদন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।
মেলায় ৪স্তরে ৪৬ স্টল রয়েছে। এছাড়া প্রতিদিন রয়েছে র্যাফেল ড্র। এন্টি কৃতদের মধ্যে লটারির মাধ্যমে ৩জনের জন্য থাকছে আকর্ষণীয় ৩টি মোবাইল ফোন।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস